গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় কার্যালয়
ডোমার, নীলফামারী
স্মারক নং- তারিখ :
বিষয় :২০২০-২০২১অর্থবছরের বার্ষিক অডিট সম্পাদন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে তাঁর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যাচ্ছে যে, নিম্ন স্বাক্ষরকারীর উপর চেকাডারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ২০২০-২০২১ সনের বার্ষিক অডিট অর্পিত হওয়ায় আগামী ১০/১০/২০২১ খ্রিঃ তারিখ সকাল ১১ ঘটিকায় সমিতির অফিস কার্যালয়ে বসে উক্ত অডিট শুরু করা হবে। অডিটের পূর্বে সমিতির যাবতীয় খাতাপত্র হালনাগাদ লিখে জমা-খরচ হিসাব, লাভ-লোকসান হিসাব, ব্যবসায়িক হিসাব ও উদ্বৃত্তপত্র হিসাব সহ সকল দায়-দেনার ডিটেল লিষ্ট প্রস্তুত করতঃ অডিটের জন্য নিম্ন স্বাক্ষরকারীর নিকট উপস্থাপন এবং ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যকে বিষয়টি অবহিত করে যথাসময়ে, যথাস্থানে উপস্থিত থেকে অডিট কাজে সহযোগিতা করার জন্য সমিতি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো গেল।
প্রাপক, সভাপতি/সম্পাদক চেকাডারা পানিব্যবস্থাপনা সমবায় সমবায় সমিতি লিঃ ডোমার, নীলফামারী।
|
(মো: মজিবুল আলম) সহকারী পরিদর্শক ও অডিট অফিসার উপজেলা সমবায় অফিস ডোমার, নীলফামারী
|